স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা ও স্থির আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা ভিন্ন হওয়ার কারণ কি?

স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা ও স্থির আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা ভিন্ন হওয়ার কারণ কি?

মোলার তাপধারণ ক্ষমতা হচ্ছে কোনো পদার্থের এক মোলের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। স্থির চাপে ও স্থির আয়তনে কোনো গ্যাসের এক মোলের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ অর্থাৎ স্থির চাপে মোলার তাপধারণ ক্ষমতা ও স্থির আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে চাপ স্থির রেখে গ্যাসে তাপ দেয়া হলে প্রদত্ত তাপের কিছু অংশ বাহ্যিক কাজ করে এবং বাকি অংশ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয়িত হয় কিন্তু স্থির আয়তনে গ্যাসের তাপ দেয়া হলে প্রদত্ত তাপের সম্পূর্ণটাই তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয়িত হয়। ফলে স্থির আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা অপেক্ষা স্থির চাপে মোলার তাপধারণ ক্ষমতা বড় হয়।

Similar Posts