লম্ব কাকে বলে?
লম্ব কাকে বলে?
একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দন্ডায়মান হবার ফলে যদি উৎপন্ন সন্নিহিত কোনদ্বয়ের মান সমান হয় অর্থাৎ ৯০° , তাহলে একটি সরলরেখাকে অপর সরলরেখাটির ওপর লম্ব বলা হয়।
চিত্র – লম্ব |
চিত্রে AB⊥CD এর উপর লম্ব।
একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দন্ডায়মান হবার ফলে যদি উৎপন্ন সন্নিহিত কোনদ্বয়ের মান সমান হয় অর্থাৎ ৯০° , তাহলে একটি সরলরেখাকে অপর সরলরেখাটির ওপর লম্ব বলা হয়।
চিত্র – লম্ব |
চিত্রে AB⊥CD এর উপর লম্ব।
সামান্তরিক সূত্রটি লিখ। যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ঐ বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিক কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্দির মান ও দিক নির্দেশ করে।
বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে? বৃত্তের কেন্দ্রে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে ।
❑ সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (90) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে। ❑ সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ=90 ❑ স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা…
মাধ্যমিক উপাত্ত কি? অনুসন্ধানকারী যখন নিজের প্রয়োজনে অন্যের সংগৃহীত উপাত্ত ব্যবহার করেন তখন তাকে মাধ্যমিক উপাত্ত বলে।
প্রবৃদ্ধ কোণ (Reflex angle) দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটকোণকে প্রবৃদ্ধি কোণ বলে। ১৮০ ডিগ্রী থেকে বড় মানের এবং ৩৬০ ডিগ্রি থেকে ছোটো মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। এখানে ∠BOC = 225° হলো প্রবৃদ্ধ কোণ।
তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.মি এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০টি বইয়ের আয়তন কত? দেওয়া আছে, বইয়ের – দৈর্ঘ্য ২০ সে.মি. প্রস্থ ১৫ সে.মি. এবং উচ্চতা ১ সে.মি. আমরা জানি, আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা তাহলে একটি বইয়ের আয়তন = ২০ সে.মি. × ১৫ সে.মি. × ১ সে.মি. =…