জীববিজ্ঞান

সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

1 min read

সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। যেমন : আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহ সুস্পষ্ট ভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কেউ ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ।

১। নগ্নবীজী উদ্ভিদ :
এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। উদাহরণ – সাইকাস, পাইনাস ।
২। আবৃতবীজী উদ্ভিদ :
আম, জাম, কাঁঠাল, তাল, সুপারিসহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্কক আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জ্বিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x