Similar Posts
কোষ গহ্বর কাকে বলে?
কোষ গহ্বর (Vacuole) কাকে বলে? সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায়, সেগুলোই হচ্ছে কোষগহ্বর। বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষরস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব এসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষরসে থাকে। প্রাণিকোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে, তবে…
পিটুইটারি গ্রন্থি গুরুত্বপূর্ণ কেন?
পিটুইটারি গ্রন্থি গুরুত্বপূর্ণ কেন? পিটুইটারি মানবদেহের হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি। একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অপরদিকে, অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। তাই পিটুইটারি গ্রন্থি দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন গ্রন্থি।
মেন্ডেলের ফ্যাক্টর কি? ব্যাখ্যা কর।
মেন্ডেলের ফ্যাক্টর কি? ব্যাখ্যা কর। গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহকরূপে ফ্যাক্টরের কথা উল্লেখ করে ছিলেন। এই ফ্যাক্টর হলো জিন যা জীবের সব দৃশ্যমান ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। মেন্ডেল একে ফ্যাক্টর বললেও পরবর্তীতে তা জিন রূপে পরিচিতি হয়েছে।
পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা
পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা পরিলক্ষিত হয়। কোনো পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসৃত করে যা ফেরোমন নামে পরিচিত। এই হরমোনের উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলোও খাদ্য উৎসে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে। এই হরমোনের জন্য পিঁপড়াগুলো একত্রে চলাচল…
সিন্যাপস কি?
সিন্যাপস কি? একটি নিউরনের অ্যাক্সনের সাথে অন্য একটি নিউরনের ডেনড্রাইটের সংযোগস্থলই হলো সিন্যাপস।
পর্বমধ্য কাকে বলে?
পর্বমধ্য কাকে বলে? পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না।