Similar Posts
প্রস্বেদন কি?
প্রস্বেদন কি? উদ্ভিদ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় এর বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেই প্রক্রিয়াই হলো Transpiration বা প্রস্বেদন প্রক্রিয়া।
সিস্টার্নি ও ভেসিকল বলতে কি বোঝায়?
সিস্টার্নি ও ভেসিকল বলতে কি বোঝায়? গলজি বস্তুতে অসমান দৈর্ঘ্য বিশিষ্ট্য ও সমান্তরাল সজ্জিত লম্বা ও চ্যাপ্টা নালিসদৃশ বস্তুগুলোই সিস্টারনি। গলজি বস্তুতে অবস্থিত বর্তুলাকার ফোস্কার মতো অংশগুলোই হলো ভেসিকল।
ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন?
ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ATP এর ফসফেট বন্ধনীর মধ্যে শক্তি আবদ্ধ থাকে। জৈব সংশ্লেষণ, পরিবহন ও অন্যান্য বিপাকীয় কাজে শক্তির প্রয়োজন হলে ATP (Adenosine triphosphate) ভেঙ্গে ADP (Adenosine diphosphate) ও অজৈব ফসফেট তৈরি হয় এবং শক্তি নির্গত হয়। এজন্য ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয়।
লোয়ি ও সিকেভিজ এর মতে কোষ কী?
লোয়ি ও সিকেভিজ এর মতে কোষ কী? লোয়ি ও সিকেভিজ এর মতে, কোষ হলো বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। কোষ কী? জীবদেহের গঠন ও কাজের এককই হলো কোষ।
TSH কি?
TSH কি? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন হলো TSH বা থাইরয়েড উদ্দীপক হরমোন।
ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর। ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর। ভাইরাস উদ্ভিদের নিম্নোক্ত রোগসমূহ সৃষ্টি করে- তামাক গাছ – টোবাকো মোজেইক ভাইরাস আলু গাছ – পোটাটো মোজেইক ভাইরাস বিন গাছ – বিন মোজেইক ভাইরাস ফুলকপি গাছ – ফুলকপির মোজেইক ভাইরাস