উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে?

উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে?

আমরা জানি, পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদকুল সালোকসংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে। যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তার নামই সালোকসংশ্লেষণ। একমাত্র সবুজ উদ্ভিদেরাই এ কাজটি করতে পারে।

উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকংসশ্লেষণে অংশ নেয়। এ প্লাস্টিড ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাই-অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে।

Similar Posts