রূপগত উপযোগ কাকে বলে?

রূপগত উপযোগ কাকে বলে?

কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে।

এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়ে থাকে। কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি – এভাবে হাজারো জিনিসের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে। সেবাদানকারী শিল্প বাদ দিলে প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সব ধরনের শিল্পই এ ধরনের উপযোগ সৃষ্টি বা উৎপাদনের কাজে জড়িত থাকে।

Similar Posts