সময়গত উপযোগ কাকে বলে?

সময়গত উপযোগ কাকে বলে?

এক সময়ে উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করে রাখার ফলে অন্য সময় যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকেই সময়গত উপযোগ বলে।

আলুর মওসুমে আলুর দাম কম থাকে। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে অন্য সময় বিক্রয় করলে চাহিদা অনযায়ী যোগান কম থাকায় আলু বাড়তি উপযোগ সৃষ্টি করে। এভাবে মওসুমী সকল পণ্য সামগ্রী; যেমন – ধান, পাট, আম, ইত্যাদি পণ্য গুদামজাতকরণের ব্যবস্থা করে এরূপ উপযোগ সৃষ্টি করা যায়।

Similar Posts