যোগ কাকে বলে? | যোগের চিহ্ন | যোগের বৈশিষ্ট্য
যোগ কাকে বলে?
দুই বা ততোধিক সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।
যোগের চিহ্ন
যোগের চিহ্ন হলো (+)।
যোগের চিহ্ন |
যেমন: ৪৫ + ১২ = ৫৭
হাতের আঙ্গুল ব্যবহার করে ছোট সংখ্যার যোগ করা যেতে পারে।
উদাহরণস্বরূপঃ
কোনো কিছুর সাথে কোনোকিছুকে যুক্ত করার প্রক্রিয়াকে যোগ বলে।
দুই বা ততোধিক সংখ্যার সমন্বয় করে মোট বা সমষ্টি বা যোগ পাওয়া যায়।
যোগের বৈশিষ্ট্য
যোগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যোগ পরিবর্তনশীল অর্থাৎ কার পরে কাকে যোগ করা হচ্ছে তাতে কিছু যায় আসে না। যখন কেউ দুটির বেশি সংখ্যা যোগ করে তখন যে কোনো ক্রমেই যোগ করা হোক না কেন তাতে কিছু যায় আসে না।