আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন?

আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন?

একজন মুসলিমের তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন জরুরি, আল্লাহর কিতাবে বিশ্বাস করাও তেমনি জরুরি। কারণ কিতাবের মাধ্যমেই আল্লাহ্, রাসুল, আখিরাতে প্রভৃতি মূল বিষয়গুলো জানা যায়। প্রকৃতপক্ষে কিতাবে বিশ্বাস না করলে তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা হয় না, আল্লাহ ও রাসুলে বিশ্বাস করা হয় না। কাজেই আসমানি কিতাবে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।

Similar Posts