MAERSK বা MAERSK Line হচ্ছে একটি ড্যানিশ কনটেইনার শিপিং প্রতিষ্ঠান। এটি একটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি।এর মূল কাজ হচ্ছে স্থলভাগ এবং জলভাগ ব্যবহার করে কার্গো, কনটেইনার ইত্যাদি রপ্তানি করা। একে বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি বলা হয়।
পৃথিবীর মধ্যে সর্ববৃহত শিপিং কোম্পানি।।১৩২টি দেশে এর কার্যক্রম পরিচালিত হয়।
বেশিরভাগ কন্টেইনার শিপিং কোম্পানির আলাদা কনটেইনার প্রোডাকশন ইউনিট আছে। শিপমেন্টের জন্য এই কনটেইনারগুলো ভাড়া হয়। এখানে যে মার্স্ক লাইনের কন্টেইনার দেখছেন এটার মেকার ওরা।
সেম এরকম আরও মেকার আছে। MSC,MOL, HAMBURG SUD, HAPAG LOYD, APL, PIL,EPS,OOCL,WAN HAI, YANG MING, COSCO… সব বড় বড় শিপিং কোম্পানি নিজেরাই এসব বানায় বাট এমন না যে বানালো আর মার্কেট এ ছেড়ে দিলো। এগুলো ক্লাস সার্টিফাইড হয়ে মার্কেটে আসে। আর শিপমেন্ট চার্জের সাথে আলাদাভাবে কন্টেইনার চার্জও দিতে হয়।
মার্স্ক লাইন পৃথিবীর বৃহত্তম কন্টেইনার ফ্লিট এবং রেজিওনাল ট্রেডিংয়ের মেজর পার্ট প্রোভাইড করে। একারণে মার্স্কলাইনের কন্টেইনার বাংলাদেশে বেশি দেখা যায়।