আখিরাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কেন?
আখিরাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কেন?
তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন ইমানের অঙ্গ, আখিরাতে বিশ্বাস করাও তেমনি ইমানের অঙ্গ। প্রকৃতপক্ষে, আখিরাতে বিশ্বাস ছাড়া তাওহিদ, রিসালাত ও কিতাবে বিশ্বাস করা হয় না। আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে। ইহজীবনের আমল সম্পর্কে সতর্ক করে তোলে। পরকালে শাস্তির ভয়ে মানুষ মন্দকাজ থেকে বিরত থাকে। আর পুরস্কারের আশায় ভালো কাজে আগ্রহী হয়। এজন্য আখিরাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ।