মিযান কাকে বলে?
মিযান শব্দটি আরবি। এর অর্থ মাপযন্ত্র, পরিমাপক বা দাঁড়িপাল্লা। ইসলামি শরিয়তের পরিভাষায়, হাশরের দিন আল্লাহ বান্দার পাপপুণ্যের হিসাব নেওয়ার জন্য যে যন্ত্র বা মাপকাঠি ব্যবহার করবেন তাকে মিযান বরে। মিযান সম্পর্কে আল্লাহ বলেন, “সেদিন (কিয়ামতের দিন) সত্য সত্যই আমল পরিমাপ করা হবে। যাদের নেক আমলের ওজন ভারী হবে তারা সফলকাম হবে।”