তাপীয় দক্ষতা কাকে বলে?
তাপীয় দক্ষতা কাকে বলে?
কোনো তাপ ইঞ্জিন গৃহীত তাপের শতকরা কত অংশকে কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাকে ঐ ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলে। একে η দ্বারা সূচিত করা হয়।
কোনো তাপ ইঞ্জিন গৃহীত তাপের শতকরা কত অংশকে কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাকে ঐ ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলে। একে η দ্বারা সূচিত করা হয়।
চৌম্বক ধারকতা কী? চুম্বক তার বলের প্রভাব সরিয়ে নেওয়ার পর যে ধর্মের জন্য চৌম্বক পদার্থ এর মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব ধরে রাখতে পারে তাকে ঐ পদার্থের চৌম্বক ধারকতা বলে।
অবতলোত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের একটি তল উত্তল ও অপরটি অবতল তাকে অবতলোত্তল লেন্স বলে।
এক্সট্রিনসিক অর্ধপরিবাহী কাকে বলে? বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি সামান্য পরিমাণ অপদ্রব্য মিশিয়ে তার তড়িৎ পরিবাহীতা বৃদ্ধি করা হয় তবে তাকে ডোপিং বলে। তখন ঐ কেলাসকে বলা হয় বহির্জাত বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর।
গড় বিচ্যুতি কাকে বলে? হলুদ রঙের আলোর বিচ্যুতি লাল ও বেগুনী আলোর মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে।
অসংরক্ষণশীল বল (Non conservative Force) কাকে বলে? কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। আমরা জানি, ঘর্ষণবল সর্বদা গতির বিরোধিতা করে। একটি বস্তুকে অমসৃণ টেবিলের উপর দিয়ে টেনে নিলে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে।…
স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ কি? স্থির আয়তনে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা একক (1 K) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে স্থির আয়তনে ঐ গ্যাসের আপেক্ষিক তাপ বলে। একে Cv দ্বারা প্রকাশ করা হয়।