নির্দেশক কাকে বলে?
যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু এসিড না ক্ষারক বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। উল্লেখ্য যে অধিকাংশ নির্দেশকই জৈব যৌগ।
যেমন: লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন, মিথাইল রেড ইত্যাদি নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় ।
যেসব পদার্থ নিজেদের ধর্ম পরিবর্তনের মাধ্যমে আয়তনমাত্রিক বিশ্লেষণে রাসায়নিক বিক্রিযার শেষ বিন্দু বা সমাপ্তি বিন্দু নির্দেশ করে এবং বর্ণ পরিবর্তনের দ্বারা কোন দ্রবণের অম্লীয় বা ক্ষারীয় বা নিরপেক্ষ প্রকৃতি নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। উল্লেখ্য যে অধিকাংশই জৈব যৌগ।
যেমন- লিটমাস , ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি।
নির্দেশকের প্রকারভেদ
নির্দেশক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন –
ক) অম্ল-ক্ষারক নির্দেশক,
খ) জারণ-বিজারণ নির্দেশক এবং
গ) শোষণ নির্দেশক ইত্যাদি।