অপটিক্যাল ফাইবার কাকে বলে?
অপটিক্যাল ফাইবার কাকে বলে?
অপটিক্যাল ফাইবার হলো কাচ বা প্লাস্টিকের খুব সরু, দীর্ঘ নমনীয় অথচ নিরেট ফাইবার বা তন্তু। এই ফাইবারের পদার্থের প্রতিসরাঙ্ক 1.7 এবং ফাইবারের ওপর অপেক্ষাকৃত কম প্রতিসরাঙ্কের (1.5) পদার্থের একটি আবরণ দেওয়া হয়। ফাইবারের এক প্রান্ত ক্ষুদ্র কোণে আপতিত আলোক রশ্মি ফাইবারের ভেতরে বারবার পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয়ে শেষ পর্যন্ত অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায়।