ভয়েসব্যান্ড কাকে বলে?

ভয়েসব্যান্ড কাকে বলে?

1200 pbs থেকে 9600 bps বা 9.6 Kpbs পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডকে Voice band বলে। বর্তমানে এটি 96000 bps বা 96 Kpbs পর্যন্ত হয়ে থাকে। সাধারণত টেলিফোন লাইনে এই ব্যান্ডউইডথ (56Kbps) ব্যবহার করা হয়। কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে (যেমন- ডায়াল-আপ মোডেম, স্ক্যানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও ভয়েসব্যান্ড ব্যবহার করা হয়।

Similar Posts