ব্রডব্যান্ড কাকে বলে? ব্রডব্রান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধা ও অসুবিধা
ব্রডব্যান্ড (Broadband)
ব্রডব্যান্ড ইন্টারনেট এর সুবিধা
- ব্রডব্যান্ড ইন্টারনেট উচ্চগতির ইন্টারনেট অ্যাকসেসের পাশাপাশি VolP প্রযুক্তির সাহায্যে স্বল্পমূল্যে ফোন সার্ভিস প্রদান করে থাকে।
- ডায়াল-আপ কানেকশন অপেক্ষা ব্রডব্যান্ড কানেকশন ১০০ গুণ দ্রুতগতি সম্পন্ন।
- ব্রডব্যান্ড কানেকশন একই মাধ্যমের অন্যান্য ডেটা সার্ভিসকে প্রভাবিত করে না।
- ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে আনলিমিটেড অ্যাকসেস করা যায় এবং সংযোগ ব্যয় ব্যবহার সময়কালের উপর নির্ভর করে না।
- যেহেতু কোনো নাম্বার ডায়াল করার প্রয়োজন নেই, কাজেই লাইনে ব্যস্ত পাওয়ায় সম্ভাবনাও নাই।
ব্রডব্যান্ড কানেকশনের অসুবিধা
- ডায়াল-আপ ইন্টারনেট অ্যাকসেসের তুলনায় মাসিক ভাড়া বেশি।
- সকল TV নেটওয়ার্ক কারিগরি দিক থেকে ইন্টারনেট অ্যাকসেসের উপযোগী নয়।
- সকল ফোনের তার কারিগরি দিক থেকে DSL সার্ভিসের উপযোগী নয়।