ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?
যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে।
যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে।
স্থিতিস্থাপক বল বিকর্ষণধর্মী হয় কিভাবে? বল প্রয়োগে যদি বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন হয় আবার বল সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে তবে সেই বলকে স্থিতিস্থাপক বল বলে। যেহেতু এই বল প্রয়োগ করলে পদার্থটি সংকোচিত হয় তাই এই প্রত্যয়নী বল বিকর্ষণধর্মী যা সাম্যাবস্থার জন্য সমান ও বিপরীতধর্মী। তাই স্থিতিস্থাপক বল বিকর্ষণধর্মী।
পূর্ণস্পন্দন কি বা পূর্ণস্পন্দন কাকে বলে? তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে।
চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কী? চৌম্বক ক্ষেত্রে কোনো স্থানের একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে লম্বভাবে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স গমন করে তাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে।
সীমাবদ্ধ ভেক্টর বা বদ্ধ ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছেমতো পছন্দ করতে দেওয়া না হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে বদ্ধ ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর (Localised Vector) বলে।
পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরতে থাকলে তার পানি পড়ে যায় না কেন? পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরাতে থাকলে উহার পানি পড়ে যায় না। কারণ বালতির ঘূর্ণনের কারণে উহাতে রক্ষিত পানির উপর কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, যা পানিকে তার ওজনের বিরুদ্ধে ঊর্ধ্বদিকে টেনে রাখে। কাজেই বালতি সম্পূর্ণ উপুড় হওয়া সত্ত্বেও পানি পড়ে…
মরীচিকা কাকে বলে? মরুভূমিতে তৃষ্ণার্ত পথিক সময়ে দূরবর্তী গাছের উল্টানো প্রতিবিম্ব দেখে মনে করেন সেখানে পানি আছে। কিন্তু গাছের কাছে গেলে তিনি তার ভুল বুঝতে পারেন যে সেখানে কোনো পানি নাই। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই এ রকম হয়। এটাই মরীচিকা। মরীচিকা কিভাবে সৃষ্টি হয়? মরীচিকা সূর্যের প্রচন্ড তাপে মরুভূমির বালি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে…