ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?

ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?

যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে।

আমরা জানি, ক্ষমতা, P = কাজ (W) ÷ সময়(t)
যেহেতু ক্ষমতা, কাজ ও সময়ের ওপর নির্ভর করে সেহেতু ক্ষমতাকে লব্ধ রাশি বলা হয়।

Similar Posts