মাত্রা কাকে বলে?
- কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। যেমন ত্বরণের মাত্রা হলো LT-2।
- মাত্রা বা ডাইমেনশন বলতে কোনো স্থান বা বস্তুর প্রতিটি বিন্দুকে নির্দিষ্ট করতে সর্বনিম্ন যতগুলো স্থানাংকের প্রয়োজন হয়, তাকে বোঝায়।
যেমন – একটি সরলরেখার প্রতিটি বিন্দুকে সংজ্ঞায়িত করতে একটি মাত্র স্থানাংকই যথেষ্ট কাজেই একটি সরলরেখা একমাত্রিক।
অপরদিকে, একটি তলের উপর কোনো বিন্দুকে নির্দিষ্ট করতে দৈর্ঘ্য ও প্রস্থ – এই দুই দিকের স্থানাংক জানা প্রয়োজন, তাই একটি তল দ্বিমাত্রিক।
তেমনিভাবে, একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটিই আছে, তাই ঘনক হলো ত্রিমাত্রিক বস্তু।