প্যাঁচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর। কারণ পানির কল ঘুরিয়ে খোলার ক্ষেত্রে কল ও হাতের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে। শুকনো হাতে কলটি খোলার সময় ঘর্ষণ বলের মান বেশি হয় ফলে তা সহজে খোলা যায়। কিন্তু সাবানযুক্ত ভেজা হাতে খোলার সময় হাত ও কলের মধ্যকার ঘর্ষণ বলের মান কমে যায়। এতে প্যাঁচ খোলার জন্য হাত দিয়ে কলটিকে ঘুরাতে গেলে হাত বরাবর পিছলিয়ে যায়।
অর্থাৎ সাবানযুক্ত ভেজা হাতে কল খোলা কষ্টকর।