ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল কোথায় উদ্ভব হয়? ঘর্ষণ বলের সুবিধা ও অসুবিধা

ঘর্ষণ বল কাকে বলে?

একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলা হয়।

ঘর্ষণ বল কোথায় উদ্ভব হয়?

পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা সৃষ্টির চেষ্টা করা হলে গতি বা গতির উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে ঘর্ষণ বল ক্রিয়া করে। তখন সংস্পর্শ তলের সমান্তরালে বস্তুর গতির বিপরীত দিকে ঘর্ষণ বল উদ্ভব হয়।

ঘর্ষণ বলের সুবিধা

  • ঘর্ষণ আছে বলে আমরা হাঁটতে পারি।
  • রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে।
  • ঘর্ষণের জন্য আমরা কোন বস্তুকে হাতে ধরে রাখতে পারি।

ঘর্ষণ বলের অসুবিধা

  • ঘর্ষণ গতির বিরুদ্ধে কাজ করে বলে ঘর্ষণকে অতিক্রম করে গতি সৃষ্টি করতে হলে কাজ করতে হয়। ফলে আমাদের কষ্ট হয়।
  • যন্ত্রপাতির বিভিন্ন অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে অংশগুলোকে ক্ষয় করে, ফলে যন্ত্রপাতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

Similar Posts