কঠিন বস্তুর তরলে ভাসন ও নিমজ্জনের কারণ

কঠিন বস্তুর তরলে ভাসন ও নিমজ্জনের কারণ

স্থির তরলে কোনো কঠিন বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির উপর দুটি বল ক্রিয়া করে। একটি হচ্ছে বস্তুর ওজন W1 যার দিকে নিম্নমুখী। অপরটি হচ্ছে প্লবতা W2 যার দিক ঊর্ধ্বমুখী। এই দুই বলের মানের উপরই বস্তুটির ভাসন ও নিমজ্জন নির্ভর করে। এক্ষেত্রে নিচের যেকোনো একটি ঘটনা ঘটতে পারে-

  • W1>W2 হলে বস্তুটি তরলে পুরোপুরি নিমজ্জিত হবে।
  • W1<W2 হলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।
  • W1=W2 হলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে।

Similar Posts