হাঁটার সময় আমরা মাটির ভেতরে ঢুকে যাই না কেন?

হাঁটার সময় আমরা মাটির ভেতরে ঢুকে যাই না কেন?

মাটির প্রতিক্রিয়া বলের কারণে আমরা মাটির ভেতর ঢুকে যাই না। আমরা মাটির ওপর দিয়ে যখন হাঁটি তখন মাটিতে বল প্রয়োগ করি। এ প্রয়োগের কারণে মাটির ভেতর ঢুকে যাওয়ার কথা কিন্তু মাটি ্এ সময় আমাদের ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী হওয়ায় আমরা মাটির ভেতর ঢুকে যাই না।

Similar Posts