বল কাকে বলে? | বলের ধারণা

বল কাকে বলে?

যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বলে বলে।

বলের ধারণা

আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বল সম্পর্কে একটি সাধারণ ধারণা রয়েছে। আমরা যখন কোনো বস্তুকে টানি বা ঠেলি, তখন আমরা বলি যে বস্তুটিতে বল প্রয়োগ করা হয়েছে। এই প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আবার গতি সৃষ্টির চেষ্টাও করতে পারে। আবার বস্তুটি যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে প্রযুক্ত বল বস্তুটিকে থামাতে পারে বা বেগ বৃদ্ধির চেষ্টা করতে পারে। উভয় ক্ষেত্রে বল প্রয়োগের জন্য বল প্রয়োগকারীর এবং বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন। এ ধরনের বলকে বলা হয় স্পর্শ বল। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে না থাকলেও একে অপরের উপর বল প্রয়োগ করতে পারে। এমন একটি অতি পরিচিত বল হচ্ছে মহাকর্ষ বল, যার বাস্তব উদাহরণ হলো বস্তুর ওজন।

হাত থেকে যখন কোনো কিছু পড়ে যায়, তখন দ্রুত মাটি স্পর্শ করে। এর কারণ হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল তথা বস্তুর ওজনের জন্য এমনটি ঘটে। এ বলকে আমরা মহাকর্ষ বল বলি।

Similar Posts