Similar Posts
উষ্ণতামিতি পদার্থ কাকে বলে?
উষ্ণতামিতি পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলে।
আলোক তড়িৎপ্রবাহ কি?
আলোক তড়িৎপ্রবাহ কী? কোনো কোনো ধাতুর ওপর উচ্চ কম্পাঙ্কের তড়িচ্চুম্বকীয় বিকিরণ আপতিত হলে ঐ ধাতুপৃষ্ঠ হতে মুক্ত ইলেকট্রন নিঃসৃত হওয়ার ফলে যে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়, তাকে আলোক তড়িৎ প্রবাহ বলে।
কোন বলের কারণে নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয়?
কোন বলের কারণে নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয়? দুর্বল নিউক্লীয় বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়।
বাষ্পায়ন কি? বাষ্পায়ন কাকে বলে?
বাষ্পায়ন কাকে বলে? যেকোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। যে কোন তাপমাত্রায় তরল পদার্থের উপরিতল থেকে ধীরে ধীরে তরলের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। তরল পদার্থে বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি অবশিষ্ট তরল থেকে অথবা পরিপার্শ্ব থেকে গ্রহণ করে। তরল তলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।…
তড়িৎ দ্বিমেরু কীভাবে সৃষ্টি হয়?
তড়িৎ দ্বিমেরু কীভাবে সৃষ্টি হয়? দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়।
অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা যায় কেন?
অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা যায় কেন? কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম বা সমত্বরণ বলে। আবার আমরা জানি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এ সংজ্ঞা থেকে ‘সুস্পষ্ট যে, পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিক অর্থাৎ নিচের দিকে যখন পড়ে…