বিভব শক্তি কাকে বলে?
বিভব শক্তি কাকে বলে?
স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।
স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।
শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এক প্রকার শক্তিকে অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তর সম্ভব। শক্তি যখন একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক বস্তু…
আয়নাইজিং বিকিরণ কাকে বলে? তেজস্ক্রিয় মৌলসমূহ উচ্চশক্তির বিকিরণ ঘটায়, এর ফলে স্থিতিশীল পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়। এ ধরনের বিকিরণকে আয়নাইজিং বিকিরণ বলে। এসব মৌলিক পদার্থের যেসব বিকিরণ ঘটায় তাদেরকে তেজস্ক্রিয় রশ্মি বা রেডিওঅ্যাকটিভ রে বলে। এ বিকিরণ প্রধানত তিন প্রকার। যথাঃ আলফা, বিটা ও গামা বিকিরণ।
স্থির বিন্দু কাকে বলে? থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপের জন্য একে দাগাঙ্কিত করতে হয়। এই দাগাঙ্কনের জন্য দুটি বিশেষ বিন্দু নির্দিষ্ট করা হয় যাদের সহজে পুনরায় উৎপন্ন করা যায়। এদের স্থির বিন্দু বলা হয়। এর একটিকে নিম্নস্থির বিন্দু আর অপরটিকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলে। নিম্ন স্থির বিন্দু কাকে বলে? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ…
রৈখিক গতি কি বা কাকে বলে? কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
শিশিরাংক কি? যে তাপমাত্রায় বায়ুমণ্ডলের কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রা হলো শিশিরাঙ্ক।
নিউক্লিয় ফিউশন কী? একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসের যে সংযোগের ফলে প্রচণ্ড নিউক্লিয় শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয় ফিউশন বলে।