পল-বুঙ্গি রাসায়নিক ব্যালেন্স কাকে বলে?
পল-বুঙ্গি রাসায়নিক ব্যালেন্স কাকে বলে?
ল্যাবরেটরিতে রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজনে অনেক ক্ষেত্রেই অল্প পরিমাণ উপাদানের ওজন পরিমাপ রা আবশ্যক হয়ে পড়ে। এরূপ ওজন সঠিকভাবে পরিমাপ করার জন্য যে নিক্তি বা ব্যালেন্স ব্যবহার করা হয় তাকে পল-বুঙ্গি রাসায়নিক ব্যালেন্স বলা হয়। এ ব্যালেন্সের সাহায্যে 0.0001 g ওজন পরিমাপ করা সম্ভব। এ রাসায়নিক ব্যালেন্স প্রধানত চারটি অংশে বিভক্ত। যথা-
১) বেদী সজ্জিত ব্যালেন্সের কক্ষ
২) স্তম্ভ
৩) তুলাদণ্ড ও পালা
৪) আরোহী (রাইডার) ও আরোহী (রাইডার) বাহক।