কম্পাঙ্ক কাকে বলে?
কম্পাঙ্ক কাকে বলে?
প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
দূরবীক্ষণ যন্ত্র কী? যে আলোক যন্ত্রের সাহায্যে দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখা হয়, তাকে দূরবীক্ষণ যন্ত্র বলে।
বিকীর্ণ তাপ কাকে বলে? বিকিরণ পদ্ধতিতে যে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে বা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকীর্ণ তাপ বলে। বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য ১) বিকীর্ণ তাপ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। ২) আলোক রশ্মির মতো বিকীর্ণ তাপও সরলরেখায় চলে। ৩) আলোর মতো বিকীর্ণ তাপ প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে…
ঋণাত্মক ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ 9.8 ms-2 বলতে কি বোঝায়? সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ 9.8 ms-2 বলতে বোঝায় অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকলে তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms-1 করে বৃদ্ধি পেতে থাকে।
আন্তর্জাতিক স্কেল কাকে বলে? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলে।
হুইটস্টোন ব্রীজ নীতি কি? চারটি রোধ পরপর শ্রেণিবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয় যে, প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি হয় এবং যেকোনো দুটি রোধের সংযোগস্থল ও অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ ও অন্য দুটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে তবে সেই বর্তনীকে হুইটস্টোন ব্রীজ বলে এবং…