তাপধারণ ক্ষমতা কাকে বলে?
তাপধারণ ক্ষমতা কাকে বলে?
কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
প্রিজমের প্রতিসরণ তল কাকে বলে? একটি প্রিজমের দুটি পরস্পর হেলানো, স্বচ্ছ ও আয়তাকার তল থাকে। এ তলদ্বয়ে রশ্মির প্রতিসরণ ঘটে। এদেরকে প্রিজমের প্রতিসরণ তল বলে।
আলোক কেন্দ্র কাকে বলে? লেন্সের যে বিন্দুর মধ্য দিয়ে আলোকরশ্মি অতিক্রম করলে কোনোরূপে দিক পরিবর্তন হয় না, তাকে আলোক কেন্দ্র বলে।
ভূ-স্থির উপগ্রহ কাকে বলে? যদি একটি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান অর্থাৎ 24 ঘণ্টা হয়। পৃথিবীর আবর্তন কাল ও উপগ্রহটির আবর্তনকাল সমান হওযায় পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে একে সব সময় স্থির বলে মনে হবে। পৃথিবীর যে স্থানের খাড়া উপর থেকে একে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়, এটি পৃথিবীর ঐ স্থানের উপরই সব…
একটি দোলক ঘড়ি শীতকালে দ্রুত এবং গ্রীষ্মকালে ধীরে চলে কেন? আমরা জানি, সরল দোলকের সমীকরণ, T = 2π√(L÷g) দোলনকাল T এর কার্যকর দৈর্ঘ্য L এবং অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। L বৃদ্ধি পেলে T বৃদ্ধি পায় এবং L হ্রাস পেলে T হ্রাস পায়। দোলন ঘড়ি সাধারণ সময়ে প্রতি ঘণ্টায় 30টি দোলন দেয়। অর্থাৎ দোলনকাল…
কাচের জানালায় বুলেট লাগলে আশেপাশের কাচ ফেটে যায় না কেন? গুলি খুব দ্রতগামী হওয়ায় অল্প সময়ের জন্য কাচের সংস্পর্শে থেকে কাচের উপর বৃহৎ বল প্রয়োগ করে। এই অল্প সময়ের মধ্যে কাচের যে অংশের সঙ্গে গুলির সংস্পর্শ ঘটে সে অংশটি গতিবেগ লাভ করে। কিন্তু অন্যান্য অংশ গতিবেগ লাভের কোনো সুযোগ পায় না। অর্থাৎ অন্যান্য অংশ স্থিতি…
ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর ঘটনা বয়েলের সূত্রের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ – ব্যাখ্যা কর। ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর সময় দেখা যায় যে, এটির আয়তনের সম্প্রসারণ ঘটে। অর্থাৎ স্বাভাবিক অবস্থার আয়তনের চেয়ে বেশি। ফুঁ দেওয়ার অর্থ হল বাইরে থেকে শক্তির সরবরাহ করা যার ফলে অণুগুলো এই শক্তিকে কাজে লাগিয়ে তাদের গতিশক্তি বৃদ্ধি করে। ফলে অণুগুলোর…