Similar Posts
সমোষ্ণ পরিবর্তনের শর্তসমূহ
সমোষ্ণ পরিবর্তনের শর্তসমূহ ১) গ্যাসকে একটি তাপ সুপরিবাহী পাত্রে রাখতে হবে। ২) সিস্টেমের বা পাত্রের চারিপার্শ্বের মাধ্যমে তাপগ্রাহীতা বা তাপধারণ ক্ষমতা উচ্চ হতে হবে। ৩) চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে। ৪) প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের উপযোগী ব্যবস্থা রাখতে হবে যাতে করে তাপমাত্রা স্থির থাকে।
প্রত্যাবর্তী প্রক্রিয়া কি?
প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? যে সব তাপীয় প্রক্রিয়াকে বিপরীতভাবে ঘটানো যায় এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ, বাহ্যিক কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান কিন্তু বিপরীত হয়, সে সব তাপগতীয় প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে।
এক কেলভিন কাকে বলে?
এক কেলভিন কাকে বলে? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।
তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে?
তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে? তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে যে আয়তন প্রসারণ হতো তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে।
তড়িৎ বর্তনী কাকে বলে? | তড়িৎ বর্তনীর প্রকারভেদ
তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথই হলো তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী হলো এমন একটি পথ বা রেখা যা দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। সুতরাং তড়িৎ বর্তনী এমন একটি সম্পূর্ণ রূপ যা বৈদ্যুতিক স্রোতকে চারদিকে প্রবাহিত করতে পারে। তড়িৎ বর্তনীর প্রকারভেদ তড়িৎ বর্তনী দুই প্রকার। যথাঃ ক) শ্রেণি বর্তনী খ) সমান্তরাল বর্তনী ক) শ্রেণি…
উল্কা কাকে বলে? উল্কা কি নক্ষত্র? উল্কা কেন জ্বলে ওঠে?
উল্কা কাকে বলে? অনেক সময় আকাশে ছোট আগুনের গোলা ছুটে যেতে দেখা যায়। মনে হয় যেন একটি তারা একস্থান থেকে অন্যস্থানে যাচ্ছে। এরা আসলে নক্ষত্র বা তারা নয়। এদের বলা হয় উল্কা। অতিক্ষুদ্র গ্রহগত শিলা খণ্ড যখন পৃথিবীর কাছাকাছি এসে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে প্রবল বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুর সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে…