Similar Posts
সমবিভব তল কি? | সমবিভব তলের বৈশিষ্ট্য
সমবিভব তল কি? কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে তলের প্রত্যেকটি বিন্দুর তড়িৎ বিভব সমান তাকে সমবিভব তল বলে। সমবিভব তলে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না। স্থির তড়িৎ বিদ্যায় একটি অন্তরিত আহিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ। যেহেতু পৃষ্ঠের প্রতিটি বিন্দুর বিভব একই, তাই সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি আধান স্থানান্তর করতে কোনো…
প্যাসকেলের সূত্র
প্যাসকেলের সূত্র পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
কার্ল এর তাৎপর্য ব্যাখ্যা কর।
কার্ল এর তাৎপর্য ব্যাখ্যা কর। কার্লের তাৎপর্য হলো – ১) কার্ল একটি ভেক্টর রাশি। এর মান ঐ ভেক্টর ক্ষেত্রে একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। ২) ভেক্টরটির দিক ঐ ক্ষেত্রের ওপর অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়া করে। ৩) কোনো ভেক্টরে কার্ল ঐ ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে। কোনো বিন্দুর চারদিকে ভেক্টরটি কতবার ঘুরে কার্ল তা নির্দেশ…
নিবৃত্তি বিভব কাকে বলে?
নিবৃত্তি বিভব কাকে বলে? যে নির্দিষ্ট বিভবের জন্যে ফটো ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে যায়, অর্থাৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাকে ঐ ধাতুর নিবৃত্তি বিভব বলা হয়।
ভৌগলিক মধ্যতল কী?
ভৌগলিক মধ্যতল কী? ভৌগলিক অক্ষের মধ্যদিয়ে যে উলম্ব তল কল্পনা করা হয়, তাকে ভৌগলিক মধ্যতল বলা হয়।
ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন?
ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন? ঘর্মাক্ত দেহ খুবই অস্বস্তিকর। শরীরের ঘাম শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ গ্রহণ করে বাষ্প হয়ে উড়ে যায়। ফ্যানের বাতাস সেই গরম বাষ্পকে দূরীভূত করে ফলে শরীর ঠাণ্ডা হয় এবং আরাম লাগে।