দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে?
দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে?
1 m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।
1 m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।
কার্শফের প্রথম সূত্রটি কি? তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ যেকোনো সংযোগ বিন্দুতে ∑i=0 ।
বীটের ক্ষেত্রে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 10 Hz এর সমান ও এর চেয়ে বেশি সম্ভব নয় কেন? বীটের ক্ষেত্রে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 10 Hz এর বেশি হলে প্রতি সেকেন্ড 10 টির বেশি তীব্র শব্দ মানবকর্ণে পৌছাবে। মানবকর্ণ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10 টির তীব্র শব্দ অনুধাবন করতে পারে। সুতরাং শব্দ উৎসদ্বয়ের কম্পাংকের পার্থক্য 10 Hz এর বেশি হলে…
স্বীকার্য কাকে বলে? পুনঃকৃত অভিজ্ঞতার আলোকে সংগৃহীত ডাটা থেকে আহরিত কিছু নীতি যা ভৌত ও অন্যান্য প্রাকৃতিক বৈজ্ঞানিক তত্ত্বসমূহের ভিত্তি স্থাপন করে, তাকে স্বীকার্য বলে।
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।
দর্শনানুভূতির স্থায়িত্বকাল কি? চোখের সম্মুখ থেকে কোনো বস্তু সরিয়ে নেওয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।
সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কেন? সমবেগে কোনো বস্তু গতিশীল থাকলে এর বেগের পরিবর্তন ঘটে না। আদিবেগ ও শেষবেগ সমান (v = u) হওয়ার কারণে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। অর্থাৎ ত্বরণ, a = (v-u)÷t = (v-v)÷t = 0