তেজ কটাল ও মরা কটাল কি?

তেজ কটাল

অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একইদিকে সমসূত্রে থাকে। ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সঙ্গে কার্যকরী হয়। যদিও সূর্যের আকর্ষণ চন্দ্রের চেয়ে কম তবুও উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আরো প্রবল হয়। ফলে ঐ দিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষাও পানি বেশি ফুলে উঠে অর্থাৎ জোয়ার বেশি হয়। এ জাতীয় জোয়ারকে তেজ কটাল বা ভরা কটাল বলে।

মরা কটাল

চন্দ্র ও সূর্য অষ্টমী তিথিতে সমসূত্রে না থেকে উভয়ে আকর্ষণ করে। আড়াআড়িভাবে আকর্ষণ করে বলে পৃথিবীর এক সমকোণ থেকে পৃথিবীকে আকর্ষণের বেগ অনেক সময় কম হয়। তখন চন্দ্রের আকর্ষণে সেখানে জোয়ার ও সূর্যের আকর্ষণে ভাটা হয়। সূর্যের বিরোধিতার কারণে চন্দ্রের দিকে পানি বেশি স্ফীত হতে পারে না বলে এ জাতীয় জোয়ারকে মরা জোয়ার বা মরা কটাল বলে।

Similar Posts