শ্রাব্যতার পাল্লা কাকে বলে?
শ্রাব্যতার পাল্লা কাকে বলে?
আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা হলো 20 Hz থেকে 20000 Hz। কম্পাঙ্কের এই পাল্লাই হচ্ছে শ্রাব্যতার পাল্লা বা সীমা।
আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা হলো 20 Hz থেকে 20000 Hz। কম্পাঙ্কের এই পাল্লাই হচ্ছে শ্রাব্যতার পাল্লা বা সীমা।
দৈব ত্রুটি এড়ানো সম্ভব নয় কেন? কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাই দৈব ত্রুটি। এই ত্রুটি সম্পর্কে আগে থেকে অনুমান করা যায় না। যেমন : ঘরের দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ঘরের মেঝেতে যতবার ফেলা হয় ততবার দৈব ত্রুটি পরিমাপের অন্তর্ভূক্ত হয়ে যায় কেননা একবার…
লব্ধি কাকে বলে? লব্ধি বলতে সাধারণত সমষ্টি বা যোগফল বুঝায়। দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয়। যার ক্রিয়ার ফল ঐ বস্তুর উপর নির্দিষ্ট বল গুলোর মিলিত ক্রিয়া ফলের সমান হয়। তাহলে ঐ একক বলকে বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর লব্ধি বল…
তাড়ন দ্রুতি কি? বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন হতে উচ্চ বিভবের দিকে গমন করে তাকে ইলেকট্রনের তাড়ন বেগ বলে।
কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? কোনো কিছু পরিমাপ করা হত কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে যা সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এই আদর্শ পরিমাণই হলো একক। পরিমাপের সময় আদর্শ পরিমাণের সাথে যেন তুলনা করা যায় সেজন্য এককের প্রয়োজন হয়।
অনুপ্রস্থ তরঙ্গ কী? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পাঙ্কের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে, বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করে, তাকে ঐ ক্ষেত্রের দরুণ ঐ বিন্দুর তীব্রতা বা প্রাবল্য বলে। মহকর্ষীয় প্রাবল্য একটি ভেক্টর রাশি এবং এর দিক ভারকেন্দ্র অভিমুখী। আন্তর্জাতিক পদ্ধতিতে এর একক হলো Nkg-1