স্ফুটনাংক কাকে বলে?
স্ফুটনাংক কাকে বলে?
স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।
স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।
আংশিক আয়তন সূত্র কি? দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণের সম্মিলিত আয়তন উক্ত মিশ্রণের উপাদানসমূহের আংশিক আয়তনের যোগফলের সমান। একে অ্যামাগার আংশিক আয়তন সূত্র বলে।এখানে উপাদানসমূহের আংশিক আয়তন বলতে মিশ্রণের সম্মিলিত চাপে এক একটি উপাদানের আলাদাভাবে নিজস্ব আয়তনকে বুঝায়। ডাল্টনের সূত্রের অনুরূপে এক্ষেত্রেও বলা যায়- নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক আয়তন উহার মোল…
লা-শাতেলিয়ার নীতি কি? কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
অভিস্রবণকে এক ধরনের ব্যাপন বলা হয় কেন? সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। আবার, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ হতে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় এবং এ…
প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? প্রথম ব্যবহৃত ধাতুর নাম সোনা।
রাসায়নিক সংকেত কাকে বলে? আমরা যখন কোন মৌলিক বা যৌগিক পদার্থকে একটি নির্দিস্ট রূপে প্রকাশ করি ঐ মৌলিক বা যৌগিক পদার্থকে চিহ্নিত করার জন্য, তখন চিহ্নিত রূপকে রাসায়নিক সংকেত বলে। অন্যভাবে বলা যায়, রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে উৎপন্ন মৌলিক বা যৌগিক পদার্থকে যে পূর্ণ চিহ্নিতরূপে প্রকাশ করা হয়, তাকে রাসায়নিক সংকেত বলে।…
রাসায়নিক বিক্রিয়ায় সহউৎপাদ কীভাবে পরিবেশ দূষণ ঘটাতে পারে? রাসায়নিক বিক্রিয়ায় সহ উৎপাদ অনেক ক্ষেত্রেই পরিবেশ দূষণ এর অন্যতম কারণ। বিশেষত, সহ উৎপাদটি যদি গ্যাসীয় হয় তাহলে তা নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য। আর যদি তার ক্ষতিকারক দিক থেকে থাকে তাহলে আরও ভয়াবহ। যেমনঃ ল্যাবরেটরিতে লবণ উৎপাদনে যখন গাঢ় এসিড ও ধাতু ব্যবহার করা হয় তখন NO2,…