পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝ?
পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝ?
কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।
কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।
অবলোহিত রশ্মি কাকে বলে? দৃশ্যমান আলোর লাল বর্ণের অঞ্চলের পর অদৃশ্য যে অঞ্চল আবির্ভূত হয় তাকে IR (Infrared Ray) বা অবলোহিত রশ্মি বলে।
গ্রাহামের ব্যাপন সূত্রটি হলো- নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্যাসের ব্যাপনের হার r এবং ঘনত্ব d হলে, r∞1∕√d
Rinse বলতে কী বুঝ? Rinse বা রিনস্ বলতে মূলত ধৌতকরণ বুঝায়। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীগুলোকে ডিটারজেন্ট দিয়ে যেমন ধৌত করা যায় তেমন অনুমোদিত দ্রাবক দ্বারা রিনস্ করে নেয়া যায়। যেমন – ক্রোমিক এসিড (K2Cr2O7 ও conc. H2SO4)। সেক্ষেত্রে নিম্নের পদ্ধতিতে ধৌতকরণ করা হয় – ১) গ্লাসসামগ্রীকে প্রথমে সাধারণ পানি দ্বারা ধৌতকরা লাগবে। ২) তারপর ক্রোমিক এসিড…
অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? কোনো বস্তুতে সঞ্চিত মোট শক্তিকে বলা হয় ঐ বস্তুর অভ্যন্তরীণ শক্তি। কোনো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। অভ্যন্তরীণ শক্তি বলতে কোন বস্তুর কণিকাসমূহের (অণু, পরমাণু) স্পন্দন গতি, আবর্তন গতি, রৈখিক গতি এবং এদের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন প্রকার বলের দরুণ উদ্ভূত সৃষ্ট…
গাঢ় H2SO4 এ সরাসরি পানি যোগ করা নিরাপদ নয় কেন? গাঢ় H2SO4 এ সরাসরি পানি যোগ করা নিরাপদ নয়, কারণ গাঢ় H2SO4 ও পানির বিক্রিয়া বা মিশ্রণে প্রচুর তাপ নির্গত হয়। যা কাচপাত্রের ভাঙ্গনসহ মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে এবং গাঢ় এসিড শরীরে পড়ার সম্ভাবনা থাকে।
অ্যারোমেটিক যৌগ কাকে বলে ? যেসব যৌগের আনবিক সংকেত বা গঠনে (4n +2) সংখ্যক পাই (π) ইলেকট্রন অনবরত সঞ্চরনশীল অসম্পৃক্ত অবস্থায় থাকে, সেসব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্মকে অ্যারোমেটিসিটি বলা হয়। উদাহারনঃ ন্যাফথ্যালিন (C10H8), পাইরোল (C4H4NH) , ফিউরান (C4H4O), থায়োফিন (C4H4S) ইত্যাদি জৈব যৌগ সমূহ হচ্ছে অ্যারোমেটিক যৌগের উদাহারন। প্রথম বন্ধনীর ভিতরে যৌগের সংকেত দেওয়া হয়েছে। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য অ্যারোমেটিক যৌগ বদ্ধ শিকল যুক্ত ও সমতলীয় আকারের হয়ে থাকে। অ্যারোমেটিক যৌগে…