Similar Posts
তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে?
তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তথা ক্ষেত্র দ্বারা বন্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তড়িচুম্বকীয় আবেশ বলে।
কৃষ্ণ গহব্বর কাকে বলে?
কৃষ্ণ গহব্বর কাকে বলে? প্রচণ্ড মহাকর্ষীয় বলের জন্য মহাকালে এমন কিছু বস্তু বা জায়গা আছে যা থেকে আলো বা কোনো কিছু বেরিয়ে আসতে পারে না। এরূপ বস্তু বা জায়গাকে কৃষ্ণগহব্বর বলে।
মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা
মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা নিচে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো – সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়। ভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়। বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। কোনো রাশির এককের প্রকৃতি জানা যায় এবং একক নির্ণয় করা যায়।
গড় বেগ কাকে বলে?
গড় বেগ কাকে বলে? যেকোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বগে বলে। কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে। অর্থাৎ গড় বেগ = সরণ ÷ সময়।
স্থিতি ও গতি কাকে বলে?
স্থিতি ও গতি কাকে বলে? সময়ের পরির্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তা হলে বস্তুটিকে বলা হয় গতিশীল। আর বস্তুর এ অবস্থাকে বলা হয় গতি। বিপরীতভাবে বস্তুট যদি সময়ের সাথে স্থান পরিবর্তন না করে তা হলে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুটি স্থির। আর বস্তুর এই অবস্থাই হচ্ছে স্থিতি।বিশ্বে একেবারে স্থিতিশল বলে কোনো বস্তু নাই…
বৃত্তাকার গতি কী?
বৃত্তাকার গতি কী? কোনো বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিকে বৃত্তাকার গতি বলে।