Similar Posts
ডানহাতি স্ক্র নিয়মটি কি?
ডানহাতি স্ক্র নিয়মটি কি? দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে সে দিকে হবে ভেক্টর গুণফলের দিক।
মৌলিক বল কাকে বলে?
মৌলিক বল কাকে বলে? যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এ সকল বলের প্রকাশ তাকে মৌলিক বল বলে।
চৌম্বক ক্রিয়া কি?
চৌম্বক ক্রিয়া কি? কোন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ঐ তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এ ঘটনাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ১৮১৯ খ্রিস্টাব্দে ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড (Hans Christian Oerested) তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন।
তাপমাত্রার স্কেল কাকে বলে?
তাপমাত্রার স্কেল কাকে বলে? ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। এই ব্যবধানকে সুবিধাজনক কতগুলো সমান ভাগে বিভক্ত করে এক একটি ভাগকে উষ্ণতাজ্ঞাপক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। একে বলা হয় তাপমাত্রার স্কেল।
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং শক্তি ক্ষমতা ১ কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। ২ মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে না। ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোন…
ভরবেগের নিত্যতার সূত্র
ভরবেগের নিত্যতার সূত্র একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।