Similar Posts
হল বিভব পার্থক্য কাকে বলে?
হল বিভব পার্থক্য কাকে বলে? ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র, বিরাজ করলে, এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে হল বিভব পার্থক্য বলে।
পটেনশিওমিটার কাকে বলে?
পটেনশিওমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি পরিমাপ করা হয় তাকে পটেনশিওমিটার বলে।
রোধ কাকে বলে?
রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্থ হয় তাকে রোধ বলে।
নিম্ন চাপ কাকে বলে?
নিম্ন চাপ কাকে বলে? যদি কোন এলাকায় চারপাশের তুলনায় বায়ুর চাপ কম থাকে, তবে সে অবস্থাকে বলা হয় নিম্নচাপ। বায়ুর স্বাভাবিক চাপ 76 cm পারদস্তম্ভের সমান । কোনো জায়গার বায়ুর তাপমাত্র বৃদ্ধি পেলে সেখানকার বায়ু হালকা হয় । ফলে সেখানকার বায়ুর চাপ কমে 76 cm পারদস্তম্ভের নিচে নেমে যায় । একেই নিম্ন চাপ বলে ।
আপতিত রশ্মি কাকে বলে?
আপতিত রশ্মি কাকে বলে? যে রশ্মি প্রতিফলক তলের ওপর এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে।
নিউটনের গতির ১ম সূত্র ও ব্যাখ্যা
নিউটনের গতির প্রথম সূত্র বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে। এ সূত্র মূলত বস্তুর জড়তা ধর্ম বিবৃত করে এবং বলের সংজ্ঞা প্রদান করে। স্থির বস্তু সর্বদাই স্থির থাকতে চায় এবং গতিশীল থাকতে চায়। বস্তুর এই প্রবণতাকে বলা হয় জড়তা। এজন্য এই…