p-n জাংশন কি? | p-n জাংশন কিভাবে কাজ করে?
p-n জাংশন কি?
p-টাইপ পদার্থের সাথে n-টাইপ পদার্থ জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি হয় তাকে p-n জাংশন বলে।
p-n জাংশন কিভাবে কাজ করে?
p – n জংশন |
p-টাইপ পদার্থের সাথে n-টাইপ পদার্থ জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি হয় তাকে p-n জাংশন বলে।
p – n জংশন |
তড়িচ্চালক বল কি? একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ হয় বা উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িচ্চালক বল বলে।
ডোপায়ন কাকে বলে? কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর (যেমন- সিলিকন) সঙ্গে নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য খাদ যোগ করে এর পরিবাহকত্ব বৃদ্ধি করার উপায়কে ডোপায়ন বলে।
প্লবতা (Buoyancy) কাকে বলে? কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে।প্লবতা বলতে একটি বস্তু জলে নিমজ্জিত করলে বস্তুর উপর জল কর্তৃক যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে যে বলকে বোঝায়। একে আর্কিমিডিসের সূত্র বলেও অভিহিত করা হয়। আর্কিমিডিসের সূত্রটি হলো – বস্তুকে…
বুন্দক হাতে গুলি ছুঁড়লে বন্দুক ও গলি কোনটির গতিশক্তি বেশি হবে বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুক অপেক্ষা গুলির গতিশক্তি বেশি হবে। কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তার পরিমাণই হলো বস্তুটির গতিশক্তি। বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুকের নল দিয়ে…
ভেক্টরের উপাংশ কি? একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে।
জটিল গতি কাকে বলে? যখন কোনো গতিশীল বস্তুতে একই সাথে একাধিক ধরনের গতি বর্তমান থাকে তখন তার গতিকে যৌগিক গতি বা জটিল গতি বলে। যেমন: রাস্তায় চলন্ত সাইকেল বা রিক্সার চাকার ঘূর্ণন গতির সাথে সরল ও বক্র পথে রৈখিক গতিও থাকে তাই এই চলন্ত চাকার গতি যৌগিক বা জটিল গতি।