Similar Posts
নিউটনীয় পদার্থবিজ্ঞানে স্থানকে কিভাবে ব্যাখ্যা করা যায়?
নিউটনীয় পদার্থবিজ্ঞানে স্থানকে কিভাবে ব্যাখ্যা করা যায়? নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি। স্থানের কোনো শুরু বা শেষ নেই। অর্থাৎ অসীম এ বিস্তৃতি স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায় অর্থাৎ স্থান নিরবচ্ছিন্ন। স্থানের যেকোনো এলাকা অন্য এলাকা থেকে অভিন্ন। স্থান নিরপেক্ষ। স্থানের মধ্যে সব ঘটনা ঘটে এবং স্থানের বিস্তৃতির মধ্যেই সমস্ত বস্তুর…
রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি?
রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের লেনদেন করতে পারে না তাকে রূদ্ধতাপীয় প্রক্রিয়া বলে।
ক্রান্তি কোণ কাকে বলে?
ক্রান্তি কোণ কাকে বলে? আলোক রশ্মি ঘন থেকে লঘুতর মাধ্যমে গমনের সময় একটি নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90° হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়। ঐ আপতন কোণকে ক্রান্তি কোণ বলে।
সেলসিয়াস স্কেল কাকে বলে?
সেলসিয়াস স্কেল কাকে বলে? যে স্কেলে বরফ বিন্দুকে 0° এবং স্টিম বিন্দুকে 100° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, সেই স্কেলকে সেলসিয়াস স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস (1°C) বলা হয়।
আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে?
আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অপর কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে।
লেন্স কি?
লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।