অভিস্রবণিক চাপ কাকে বলে?
অভিস্রবণিক চাপ (Osmotic pressure)
দ্রবণ যত ঘন হবে অভিস্রবণিক চাপ ততো বেশি হবে।
দ্রবণ যত ঘন হবে অভিস্রবণিক চাপ ততো বেশি হবে।
উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে? আমরা জানি, পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদকুল সালোকসংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে। যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তার নামই সালোকসংশ্লেষণ। একমাত্র সবুজ উদ্ভিদেরাই এ কাজটি করতে পারে। উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকংসশ্লেষণে অংশ নেয়। এ প্লাস্টিড ভিতরে সৌরশক্তি, পানি এবং…
দ্বিস্তরী প্রাণী কি? যে সকল প্রাণীর ভ্রুণের কোষগুলো বহিঃস্তর (Ectoderm)) ও অন্তঃস্তর (Endoderm) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। যেমন- অরেলিয়া (Aurelia aurita)।
জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে…
ক্লোরোপ্লাস্ট কী? সবুজ রঙের প্লাস্টিডই হলো ক্লোরোপ্লাস্ট।
ক্ষেপননালি কাকে বলে? শুক্রনালি এবং সেমিনাল ভেসিকলের নালি একত্রে মিলিত হয়ে ১৯ মিলিমিটার লম্বা ও ০.৩ মিলিমিটার ব্যাসের যে খাটো নালি গঠন করে তাকে ক্ষেপণনালি বলে। এটি মূত্রনালি বা ইউরেথ্রার সাথে যুক্ত হয়। সেমিনাল ভেসিকলের ক্ষরণসহ শুক্রাণুকে ইউরেথ্রায় প্রবেশ করতে সাহায্য করে।
ভূ-আলোড়ন কাকে বলে? ভূ-অভ্যন্তরস্থ প্রচন্ড তাপ ও চাপের ফলে সেই তাপের কোন কোন সময় অবস্থা বিশেষে ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এর ফলে ভূ-অভ্যন্তরে প্রবল শক্তির উদ্ভব হয়। পৃথিবীর অভ্যন্তর থেকে উদ্ভুত শক্তি ভূত্বকে বা ভূ-পৃষ্ঠে আঞ্চলিক বা মহাদেশীয় ভূ-গঠন কাঠামোর যে বিকৃত ঘটায় তাকে ভূ-আলোড়ন বলে। ভূ-আলোড়নজনিত শক্তির অন্যতম উৎস ভূ-অভ্যন্তরস্থ তাপ। এ শক্তির…