সমতল দর্পণ কাকে বলে?
যে মসৃণ ও সমতল প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে। সাধারণত চেহারা দেখার জন্য যে দপর্ণ বা আয়না ব্যবহার করা হয় তাই সমতল দর্পণ।
সমতল দর্পণের বৈশিষ্ট্য
সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ –
১) সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয়।
২) সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
৩) দপর্ণ থেকে বস্তুর দূরত্ব যত, দপর্ণ থেকে বিম্বের দূরত্বও ঠিক ততোই হয়।
৪) সমতল দর্পণে সৃষ্ট বিম্ব অসদ ও সোজা হয়।
৫) সমতল দর্পণে বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়।
৬) সমতল দর্পণে বিম্বের আকার বস্তুর আকারের সমান হয়।
সমতল দর্পণের ব্যবহার
১) সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি।
২) সমতল দর্পণ ব্যবহার করে পেরিস্কোপ তৈরি করা হয়।
৩) পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয়।
৪) বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন: টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার তৈরি করতে সমতল দর্পণ ব্যবহার করা হয়।
৫) নাটক, চলচ্চিত্র ইত্যাদির সুটিং এর সময় সমতল দর্পণ দিয়ে আলো প্রতিফলিত করে কোনো স্থানের ঔজ্বল্য বাড়ানো হয়।
সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তরঃ সমতল দর্পণে সর্বদাই অসদ প্রতিবিম্ব গঠিত হয়।
সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত?
উত্তরঃ সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ অসীম।