Similar Posts
ক্লসিয়াসের সূত্র
ক্লসিয়াসের সূত্র ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রদান করেন। সূত্রটি হলো- বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়।
সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি কি?
সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি কি? মহাবিশ্বের প্রকৃতি, উৎস ও বিবর্তন নিয়ে যে পর্যালোচনা তাকে বলা হয় সৃষ্টিতত্ত্ব।
নভো-দূরবীক্ষণ যন্ত্র কী?
নভো-দূরবীক্ষণ যন্ত্র কী? মহাকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নভোদূরবীক্ষণ যন্ত্র বলে।
বিসর্প ঘর্ষণ কি?
বিসর্প ঘর্ষণ কি? যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেষে চলতে চেষ্টা করে, তখন সৃষ্ট ঘর্ষণ বিসর্প ঘর্ষণ।
সুপ্ততাপ কাকে বলে?
সুপ্ততাপ কাকে বলে? যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটায় তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
সংনম্যতা কাকে বলে? অসংনম্যতা কাকে বলে?
সংনম্যতা কাকে বলে? আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে সংনম্যতা বলে। সংনম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত। সেই কারণে, আয়তন গুণাঙ্ককে অসংনম্যতা বলে।