Similar Posts
যখন কোনো ব্যক্তি নৌকা থেকে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে ছুটে যায় কেন?
যখন কোনো ব্যক্তি নৌকা থেকে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে ছুটে যায় কেন? নৌকা থেকে কোনো ব্যক্তি লাফ দিলে ব্যক্তি নৌকার উপর বল প্রয়োগ করে এবং নৌকা ও ব্যক্তির ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, নৌকা ও ব্যক্তির ভরবেগের পরিবর্তন হবে পরস্পরের সমান ও বিপরীতমুখী। এ কারণেই নৌকা পিছনের দিকে ছুটে যায়।
তাপ কাকে বলে?
তাপ কাকে বলে? তাপ এক প্রকার অদৃশ্য শক্তি, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। যার প্রভাবে কোনো বস্তু ঠান্ডা বা গরম অনুভূত হয় তাই তাপ। তাপ এক প্রকার শক্তি, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে। তাপ পদার্থের আণবিক শক্তির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি, যা ঠান্ডা বা…
সুপ্ততাপ কাকে বলে?
সুপ্ততাপ কাকে বলে? যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটায় তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
পৃষ্ঠ শক্তি কাকে বলে?
পৃষ্ঠ শক্তি কাকে বলে? কোন একটি তরল পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সাধিত হয়, তাকে ঐ তরল পৃষ্ঠের পৃষ্ঠ শক্তি বলে।
নিউটনের গতি সূত্র
নিউটনের গতি সূত্র স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচারালিস ফিলোসোফিয়া ম্যাথামেটিকাতে (১৬৮৭ সালে প্রকাশিত) বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন। এই সূত্র তিনটি নিউটনের গতি সূত্র নামে পরিচিত। সূত্রগুলি হলো – প্রথম সূত্রঃ বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই…
ক্যাপাসিটর এর একক কি?
ক্যাপাসিটর এর একক কি? ক্যাপাসিটর এর একক হলো ফ্যারাড।