তুল্য রোধ কি বা কাকে বলে?
তুল্য রোধ কি বা কাকে বলে?
একটি বর্তনীর সকল রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করা যায় যার রোধ হবে বর্তনীর মোট রোধের সমান, তবে সেই রোধকে তুল্যরোধ বলা হয়।
একটি বর্তনীর সকল রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করা যায় যার রোধ হবে বর্তনীর মোট রোধের সমান, তবে সেই রোধকে তুল্যরোধ বলা হয়।
তেজষ্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হলো কোনো কোনো ভারী মৌলিক পদার্থের একটি গুণ যেগুলোর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়।
সমতান বা হারমোনি কাকে বলে? কতকগুলো শব্দ যদি একসঙ্গে উৎপন্ন হয়ে ঐকতানের সৃষ্টি করে তবে তাকে সমতান বলে। যেমন – সমবেত সংগীত পরিবেশনের ক্ষেত্রে।
স্নেলের সূত্র বিবৃত কর। একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাত সর্বদা ধ্রুবক।
স্ফূটন কাকে বলে? কোন তরল পদার্থে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বৃদ্ধি পায়। বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌছালে তরল পদার্থটি ফুটতে শুরু করে এবং দ্রুত বাষ্পে পরিণত হয়। তাপ প্রয়োগে তরল পদার্থের দ্রুত বাষ্পে পরিণত হওয়াকে স্ফূটন বলে। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকে। একটি নির্দিষ্ট চাপে…
তড়িৎ কাকে বলে? খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকেই গ্রীকদের জানা ছিল যে, অ্যাম্বারকে (Amber) রেশমী কাপড় দিয়ে ঘষলে অ্যাম্বার ছোট ছোট বস্তুকণা (যেমন, কাঠের গুঁড়া)কে আকর্ষণ করার গুণ অর্জন করে। একই ভাবে চিরুণী দিয়ে শুষ্ক চুল আঁচড়িয়ে ছোট ছোট কাগজের টুকরার কাছে নিলে টুকরাগুলো আকৃষ্ট হয়। এ গুণ শুধু অ্যাম্বার বা চিরুনীতে উৎপন্ন হয়…
লরেন্টজ কী? চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল চার্জ যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্টজ বল বলে।