আণবিক সংকেত কাকে বলে?
আণবিক সংকেত (Molecular Formula) কাকে বলে?
কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলসমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা সহ উপস্থাপনাকে আণবিক সংকেত বলে।
যে সংকেত দ্বারা কোন মৌলিক বা যৌগিক পদার্থের অন্তর্গত বিভিন্ন মৌলের পরমাণুর সঠিক সংখ্যা প্রকাশ পায়, তাকে ঐ পদার্থের আণবিক সংকেত বলা হয়।
যেমন, হাইড্রোজেন পারঅক্সাইডের একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু আছে।
সুতরাং হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত H2O2 হবে।
আণবিক সংকেত স্থূল সংকেতের সরল গুণিতক। স্থূল সংকেত যদি CH হয়, তবে আণবিক সংকেত CH, C2H2, C3H3, C4H4, C5H5, C6H6 ইত্যাদি হতে পারে। আণবিক ভর জানা থাকলে মূল সংকেত থেকে আণবিক সংকেত বের করা যায়।
বস্তুর আণবিক ভরকে স্থূল সংকেত অনুসারে বস্তুটির ভর দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তা বস্তুটিতে বর্তমান মৌলসমূহের পরমাণুর সংখ্যার পরিমাণ নির্দেশ করে। সে অনুযায়ী আণবিক সংকেত লিখতে হয়। যেমন – বেনজিনের আণবিক ভর 78। স্থূল সংকেত অনুসারে ভর 13। সুতরাং বেনজিন বর্তমান কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 76÷13=6.
আণবিক সংকেতের তাপর্য
আণবিক সংকেতের দু’ধরনের তাৎপর্য রয়েছে।
যথা – গুণগত তাৎপর্য এবং পরিমাণগত তাৎপর্য।
গুণগত তাৎপর্য
- কোন সংকেত দ্বারা একটি নির্দিষ্ট বস্তু বা পদার্থ বোঝায়। যেমন – H2SO4 এর সংকেত দ্বারা একটি নির্দিষ্ট বস্তু সালফিউরিক এসিড বোঝায়।
- সংকেত দ্বারা বস্তুটি কি কি মৌল দ্বারা গঠিত তা বোঝায়। যেমন – H2SO4 সংকেত দ্বারা বুঝা যায় যে বস্তুটি হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার এ তিনটি মৌল দ্বারা গঠিত।
- সংকেত থেকে সংক্ষেপে পদার্থের নাম জানা যায়।
- কোনো বস্তুর প্রতিটি অণুতে উপাদান মৌলের কয়টি পরমাণু আছে সংকেত তা নির্দেশ করে।
- সংকেত দ্বারা বস্তুটির আণবিক ভর জানা যায়।
- কেন যৌগের সংকেত যৌগটিতে বিদ্যমান মৌলসমূহের আপেক্ষিক ভর নির্দেশ করে।
- রাসায়নিক সমীকরণে কোনো সংকেত সংশ্লিষ্ট পদার্থের একটি অণুকে বোঝায়।
- যৌগের মৌলগুলো কি কি ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয় তা সংকেত থেকে জানা যায়।