ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে।
প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে।
সোন কাকে বলে? শব্দ প্রাবল্যের আরও একটি একক হলো সোন। শ্রোতার শ্রাব্যতার সীমার 40 dB ঊর্ধ্বে 1000 Hz কম্পাঙ্কের একটি বিশুদ্ধ সুর যে প্রাবল্য সৃষ্টি করে তাকে সোন বলে।
হল ক্রিয়া কী? ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করলে, এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এ ঘটনাকে ‘হল ক্রিয়া’ বলে।
1 C আধান বলতে কি বুঝ? কোনো পরিবাহকের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার (1A) প্রবাহ এক সেকেন্ড (1s) ধরে চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব (1C) আধান বলে।
গ্রহাণু কাকে বলে? মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে অতিক্ষুদ্র গ্রহের মতো কিছু বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে; তাদের বলা হয় গ্রহাণু। গ্রহাণু আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 গ্রহাণু আবিষ্কৃত হয়েছে। এদের সর্ববৃহৎটির নাম সেরেস। এর ব্যাসার্ধ 350 km এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 4.6 বছর। ক্ষুদ্রতমটির ব্যাসার্ধ 50m।
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কারণ টায়ারের তলা মসৃণ হলে ঘর্ষণ বল অনেক কমে যাবে ফলে একই বল প্রয়োগে বেশি ত্বরণ হলেও সাইকেলের চাকা স্লিপ করতে পারে। ফলে সাইকেল আরোহীর দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
অনুভূমিক পাল্লা কি? নিক্ষিপ্ত বস্তুটি বা প্রাসটি আদি উচ্চতায় ফিরে আসতে যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে।