নৌকা হতে লাফ দেওয়ার পূর্বে আরোহী ও নৌকা উভয়ই স্থির থাকে, ফলে তাদের মোট ভরবেগ শূন্য। লাফ দিলে আরোহী বেগ প্রাপ্ত হয়ে সম্মুখ দিকে এগিয়ে যায়, অর্থাৎ সম্মুখ দিকে ভরবেগ প্রাপ্ত হয়। ভরবেগের নিত্যতা সূত্রানুযায়ী, লাফের পর মোট ভরবেগের মান শূন্য হবে। তাই দেখা যায়, নৌকা সমান ভরবেগে পিছনের দিকে ছুটে।